সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চলনবিলস্থ তাড়াশের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি জুয়েল বেপারী ভোলা জেলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ সিরাজগঞ্জের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, মাদক পাচার হচ্ছে এ ধরনের সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়। তখন মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার এবং নগদ ১,৬৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত