সারাদেশ

সন্দ্বীপে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৩:৪৯

নারীর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সারিকাইত ইউনিয়নের চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সহকারী তথ্য অফিসার মো. বোরহান উদ্দিন।

চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক মাহবুবুল মাওলা এবং জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সহকারী তথ্য অফিসার বোরহান উদ্দিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। নারীর সম-অধিকার নিশ্চিত করতে হলে পরিবার থেকেই বৈষম্য দূর করার চেষ্টা করতে হবে। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়লে তাদের ক্ষমতায়নও ত্বরান্বিত হবে।

সভায় বক্তারা মাদক, গুজব, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণসহ নানা সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।