সারাদেশ

উল্লাপাড়ায় অনলাইন জুয়ার ফাঁদে তরুণ ও যুব সমাজের ধ্বংস

উল্লাপাড়ায় অনলাইন জুয়ার ফাঁদে তরুণ ও যুব সমাজের ধ্বংস

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৩:৩৬ আপডেট : ৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৩:৪২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনলাইন জুয়ার ভয়াবহ ফাঁদে ধ্বংসের পথে তরুণ ও যুব সমাজ। এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে উঠতি বয়সের তরুণরা। 

উপজেলার খাদুলি গ্রামে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তার ঘটেছে, যা গোটা এলাকাকে অপরাধের কেন্দ্রে পরিণত করেছে। অভিযোগ উঠেছে, এ গ্রামের অনেকেই অনলাইন জুয়ার মধ্যস্থতা করে সারাদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে।

খাদুলি গ্রামে প্রায় ৬ হাজার জনসংখ্যার বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত। অজপাড়াগাঁয়ের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে অনলাইন জুয়ার শক্তিশালী চক্র। 

অনুসন্ধানে জানা গেছে, বলকি ইউএসডি, মোস্টবেট, ওয়ান এক্সবেট, বেট উইনার, বেট৩৬৫, মেলবেট, লাইনবেট, জিটুইন, ক্রিকেক্স, প্যারিম্যাচ, এমসিডব্লিউ সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে চলছে জুয়ার আসর। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হচ্ছে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য তরুণ ও যুবক।

সরেজমিনে খাদুলি গ্রামে গিয়ে দেখা যায়, এখানকার তরুণদের একটি বড় অংশ অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে। অনেকে আবার সর্বস্বান্ত হয়ে নিঃস্ব হয়ে গেছে। 

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইন্ডিয়ান জুয়ার সাইট ‘বলকি ইউএসডি’র বাংলাদেশি ডিলার বৈরাল প্রামাণিকের ছেলে মনছুর আলী এই চক্রের অন্যতম সদস্য।

এলাকাবাসীরা জানান, পুলিশের হাতে একাধিকবার জুয়াড়িরা আটক হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই কাজে যুক্ত হচ্ছে। বর্তমানে গ্রামটিতে প্রায় ৪০টি R15 মডেলের মোটরসাইকেল রয়েছে, যা মূলত জুয়ার অর্থেই কেনা হয়েছে।

উল্লাপাড়া মার্চেন্টস পাইলট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুস ছালাম বলেন, অনলাইন জুয়া বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। যারা এর সঙ্গে যুক্ত, তাদের কঠোর আইনের আওতায় আনা প্রয়োজন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, যদি অনলাইন জুয়ার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাকে আইনের আওতায় আনা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণ সমাজকে রক্ষার জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার যদি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেয়, তবে এই ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব হবে।