সারাদেশ

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:৪৬

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) বিকালে জেলার ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জসিম উদ্দিন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব, সাবেক পৌর মেয়র ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ জাবেদ রেজা।

উদ্বোধনী খেলায় মাইদং ত্রিপুরা একাদশ বনাম ভিক্টোরিয়ার্স ভাইকিংস ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় মাইদং ত্রিপুরা একাদশ ৫-০ গোলে ভিক্টোরিয়ার্স ভাইকিংস ফুটবল একাদশকে পরাজিত করে।

টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো:

১) মাইদং ত্রিপুরা একাদশ বনাম ভিক্টোরিয়ার্স ভাইকিংস,

২) এফ সি ফ্রাংকো বনাম জিটিএল-কালাঘাটা,

৩) এ্যাভেঞ্জার্স বনাম ফারুক টিম্বার্স,

৪) যুব ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান বনাম ব্রাদার্স ইউনিয়ন আলীকদম,

৫) বান্দরবান ম্রো এফ সি বনাম বান্দরবান মুনষ্টার ক্লাব,

৬) তাজিংডং ফ্রেন্ডস ক্লাব বনাম ফাইটাস অফ আলীকদম।

টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেন, চনুমং মার্মা, আশরাফুল ইসলাম ফরহাদ, রফিকুল ইসলাম, নাছিরুল আলম সহ প্রমুখ।