কুড়িগ্রাম সদর উপজেলায় ৪টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স না থাকার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে মেসার্স এস এস ব্রিকস, মেসার্স এম জে এইচ ব্রিকস, মেসার্স জি এ ব্রিকস-১ এবং জি এ ব্রিকস-২ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কিলন স্কেভেটারের সাহায্যে ভাটাগুলোর বিল্ডিং ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মতামত