গ্রামীণ জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসসিইউএল জেনারেল হাসপাতাল’।
আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হাসপাতালের উদ্বোধন করবেন। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া এই তথ্য জানান।
এই হাসপাতালের বিশেষত্ব হলো, এটি ২৪ ঘণ্টা উন্নত প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে গাইনী বিভাগ, নবজাতক শিশু ও এনআইসিও বিভাগ, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক, চক্ষু বিভাগ, নাক-কান-গলা, মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, দন্ত চিকিৎসা, ওটি এবং আরও অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা।
হাসপাতালে রয়েছে পুরুষদের জন্য ১৫টি সাধারণ বেড, মহিলাদের জন্য ১৫টি বেড, ৫টি এসি, ৫টি ননএসি কেবিন এবং শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট। হাসপাতালটি উদ্বোধনের পর রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবানসহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা সুবিধা সহজলভ্য করতে একটি মাইলফলক সৃষ্টি করবে।
মতামত