সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন ২৭ বছরের মৌসুমি আক্তার। তিনি উপজেলা মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের প্রেমিক কাজল হোসেনের বাড়িতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে এ অনশন শুরু করেন।
মৌসুমি আক্তার জানিয়েছেন, প্রেমিক কাজল হোসেন বিয়ে না করা পর্যন্ত এক ফোটা পানিও পান করবেন না তিনি। তবে প্রেমিকার এ অবস্থানে কাজল হোসেন বাড়ি থেকে পালিয়ে যান।
প্রেমিকা মৌসুমি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল কাজল হোসেনের। দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল এবং সম্প্রতি মৌসুমি বিয়ের জন্য প্রেমিককে চাপ দিতে শুরু করেন। কিন্তু প্রেমিক কাজল হোসেন বিয়ে করতে নানা তালবাহানা করতে থাকেন, যার পরিপ্রেক্ষিতে মৌসুমি আক্তার তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
মৌসুমি আক্তার বলেন, যতদিন না আমার বিয়ে হচ্ছে, ততদিন এক ফোঁটা পানিও খাব না। প্রয়োজনে এ বাড়িতেই জীবন দিতে প্রস্তুত রয়েছি।
কাজল হোসেনের বাবা মো. আবুল কালম জানিয়েছেন, বিষয়টি মীমাংসা করার জন্য তারা চেষ্টা করছেন।
তাড়াশ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত