অপরাধ

বীরগঞ্জে ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক-১

বীরগঞ্জে ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক-১

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৫৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুননাহার গ্রাম থেকে বিশাল আকৃতির ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এই মূর্তিটি উদ্ধার করা হয়। এটি মোঃ গোলাম মোরশেদ (৩৫) এর বাড়ির গোয়ালঘরের পিছনে একটি গর্ত থেকে পাটি দিয়ে মোড়ানো অবস্থায় পলিথিন প‍্যাচানো ছিল। মূর্তিটির দৈর্ঘ্য ৬৬ ইঞ্চি এবং প্রস্থ ৩০ ইঞ্চি।

এ ঘটনায় যুক্ত সন্দেহভাজন হিসেবে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস আলী (৫৮) কে আটক করা হয়েছে। তাকে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে নীলফামারী র‍্যাব-১৩ এর মেজর ইসতিয়াক নেতৃত্ব দেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গোপনে কষ্টিপাথরের মূর্তি বিক্রি করার জন্য গভীর রাতে লোকজন নিয়ে আসতো। মূর্তিটির দাম ১ কোটি ৬০ লাখ টাকা হলেও, চক্রটি ২ কোটি টাকা দামে বিক্রির চেষ্টা করছিল। মূর্তিটি প্রায় ৭০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

র‍্যাব জানায়, কষ্টিপাথরটির চোরাচালানের উদ্দেশ্যে একটি চক্র সেটি লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর গফুর বলেন, ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথর মূর্তির মূল্য প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা। ঘটনার সাথে সম্পৃক্ত একজন আসামীকে আটক করা হয়েছে। এবিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।