রাজনীতি

ছেলে মেয়েরা বিভিন্ন পেশায় চাকুরি পাবে তাদের যোগ্যতার উপর: শামা ওবায়েদ

ছেলে মেয়েরা বিভিন্ন পেশায় চাকুরি পাবে তাদের যোগ্যতার উপর: শামা ওবায়েদ

ছবি : ছেলে মেয়েরা বিভিন্ন পেশায় চাকুরি পাবে তাদের যোগ্যতার উপর: শামা ওবায়েদ


প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০১ আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, গত পনের বছরে বাংলাদেশের শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। 

তিনি বলেন, স্বৈরাচারের অধীনে, ফ্যাসিবাদের শাসনে সারা বাংলাদেশ কুক্ষিগত ছিল, যেখানে যোগ্যতার ভিত্তিতে কেউ চাকরি পায়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, তোমরা যারা সামনে আছো, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই দেশের মুখ উজ্জ্বল করবে।" তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ৩১ দফা পরিষ্কৃতভাবে জানান যে, "তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে এবং বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলার বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাবিবুর রহমান (বাবুল তালুকদার), সাধারণ সম্পাদক সাইফুল রহমান মুকুল, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দীন।