নওগাঁর আত্রাইয়ে চোরের অভিনব কৌশল! "গোয়াল ঘর আপনার, গরু আমাদের" চিরকুট লিখে রেখে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কচুয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের হাফেজ শহিদুল ইসলাম প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গোয়াল ঘরে গরুগুলো রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তিনি দেখতে পান, গোয়াল ঘরের দেওয়ালে চোরের ফেলে যাওয়া চিরকুট, যেখানে লেখা— গোয়াল ঘর আপনার, গরু আমাদের। আমরা গরু নিয়ে চলে গেলাম।
চুরির ঘটনা জানাজানি হলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় কৃষক ও গবাদি পশু মালিকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মতামত