সারাদেশ

বিরামপুরে দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিরামপুরে দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫"-এর প্রতিপাদ্য এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই উপলক্ষে দিনব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, পৌরসভার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল, পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় ও সায়েবীনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন, প্রতিনিয়ত মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকর জীবাণু ও পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায়, যা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মশার উৎপত্তিস্থল ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরিতে আমরা ব্যানার ও প্রচার কার্যক্রম চালাচ্ছি। ‘একতাই বল’—এই নীতিতে সবাই মিলে কাজ করলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভার উদ্যোগে এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।