সারাদেশ

কিশোরগঞ্জের ২১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জের  ২১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৩৪

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে  র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার  আবুল কাশেম (৪৫) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরতানপুর এলাকার মৃত রাজু মিয়ার ছেলে।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন রৌহা গোল চত্ত্বর সংলগ্ন জনৈক গোলাম কিবরিয়া সানার মুদি দোকানের উপর পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

এ বিষয়ে করিমগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে ও আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।