ছবি : মুন টাইমস
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডোমার এশিয়ান হাইওয়ের বাইপাস রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের পূর্ব চিকনমাটি এলাকার অলিয়ার রহমানের পুত্র মুন আহমেদ (২৭), মো. খয়রুল ইসলামের পুত্র স্বপন ইসলাম (২৫) এবং মো. হামিদুর রহমানের পুত্র ফরহাদ হোসেন (৩০)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতামত