অপরাধ

লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামে ৫টি ইটভাটা বন্ধ

লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামে ৫টি ইটভাটা বন্ধ

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১:১৮

কুড়িগ্রামের সদর উপজেলায় অনুমোদন ছাড়া পরিচালিত পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এসব ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ভোগডাঙ্গায় অবস্থিত মেসার্স এম এইচ ব্রিকস, পূর্ব কুমরপুরে অবস্থিত আর আর ব্রিকস, ঘোগাদহে অবস্থিত ফোর স্টার ব্রিকস, রসুলপুরে অবস্থিত থ্রি স্টার ব্রিকস এবং উত্তম কুমরপুর শিবেরতরে অবস্থিত বন্ধু ব্রিকস নামের ইটভাটাগুলোর কিলন আংশিক ভেঙে দেওয়া হয়। 

এসব ভাটা পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ বেআইনি। এসব অবৈধ ভাটা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, প্রশাসনের এই অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসব অবৈধ ইটভাটার কারণে এলাকার পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। তারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।