ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন হুমায়ূন কবির (২৬) ও শহিদুল ইসলাম (২৮)। তারা যথাক্রমে উপজেলার দুধনই গ্রামের আ. ছাত্তারের ও পূর্ব সোহাগীপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।
ধোবাউড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আল মামুন সরকারের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন, এএসআই রকিব ও এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ধোবাউড়া থানার একটি টহল দল সদর ইউনিয়নের বলরামপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মতামত