সারাদেশ

মাধবপুরে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় স্ট্রোক

মাধবপুরে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় স্ট্রোক

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২৫

হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিমকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় মানসিক চাপে তিনি স্ট্রোক করেছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এবং তাকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে বাধ্য করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের কিছু সাবেক শিক্ষার্থী ও এলাকার ৮-১০ জন যুবকের একটি দল ওই শিক্ষকের অফিসে প্রবেশ করে। তারা তাকে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত করেন এবং পূর্ব-লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন।

বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো অনিয়ম থেকে থাকে, তবে সেটি তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আইন নিজের হাতে তুলে নিয়ে এই ধরনের আচরণ অনৈতিক। এখন যদি তার অবস্থা আরও খারাপ হয়, তাহলে দায় নেবে কে?

বিদ্যালয়ের এক কর্মচারী আবুল কাশেম বলেন, সন্ধ্যা পর্যন্ত প্রধান শিক্ষক স্যারের জ্ঞান ফেরেনি। তার পরিবার চরম হতাশার মধ্যে আছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং খোঁজখবর নিচ্ছি। প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।