সারাদেশ

ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:২০

ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন ইউনিয়নের কয়েক হাজার জনগণ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে বিক্ষোভকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এতে উভয় দিক থেকে আসা যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রায় চার ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারীদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঝাউদিয়া থানার অনুমোদন দিলেও একটি মহলের গড়িমসির কারণে এখনো থানা উদ্বোধন করা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত হয়ে কার্যকর প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় তারা আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আন্দোলনকারীরা জানান, ঝাউদিয়া থানা বাস্তবায়নের জন্য ১৯৯৮ সাল থেকে আন্দোলন চলছে। ২০২২ সালের ২৭ নভেম্বর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ এবং ‘ঝাউদিয়া পুলিশ ক্যাম্প’কে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ করার প্রস্তাব অনুমোদিত হয়।

২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে কুষ্টিয়া জেলার 'ইসলামী বিশ্ববিদ্যালয় থানা'কে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ হিসেবে নামকরণ এবং ‘ঝাউদিয়া পুলিশ ক্যাম্প’কে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি।

থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, আগামী সাত দিনের মধ্যে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হায়াত আলী বলেন, ইবি থানার ওসি ইতোমধ্যে আমাদের এখানে এসেছিলেন। আমরা তাকে জানিয়েছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে এবং তিনি কবে থানা উদ্বোধন করবেন, তা জানাতে হবে। এরপর আমরা আন্দোলন স্থগিত করব।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, অপরাধ ও মিডিয়া) পলাশ কান্তি নাথ জানান, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থানা বাস্তবায়ন কমিটির সাত সদস্যের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঝাউদিয়ায় থানা স্থানান্তরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন থানা প্রতিষ্ঠার বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। সব দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।