অপরাধ

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১০:১২

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দানাপাটুলী এলাকার হাজী মো. ফজলুর রহমানের ছেলে সুমন মিয়া (৩০), যশোদল মধ্যপাড়া এলাকার বাহাদুর খাঁর ছেলে আনোয়ার (৩৬), শহরতলীর সতাল এলাকার আব্দুর রশিদের ছেলে চান্দু মিয়া (৪২), শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান (৪৮), যশোদল মধ্যপাড়া এলাকার মো. আলী আকবরের ছেলে মো. হারুন মিয়া (৩২) এবং যশোদল বানিয়াকান্দি এলাকার মৃত তারা মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩৫)।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।