দিনাজপুরের বীরগঞ্জে ঝলঝলি বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ২৪তম বার্ষিক সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু।
সমিতির সদস্য অতুল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সমবায় উপসহকারী নিবন্ধক একেএম জাহাঙ্গীর আলম, বীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ আউয়াল খান সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুয়েলাস জুয়েল, বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, বিএনপি নেতা শাহজান সিরাজ শিপন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রওশন আহম্মেদ বেলু, সাধারণ সম্পাদক সাইফুল রহমান বিপ্লবসহ সমিতির সদস্য ও সদস্যাগণ।
শেষে সমিতির মোট ৪১১৬ সদস্যের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়।
মতামত