সারাদেশ

ঢাকা থেকে হারানো সুবা নওগাঁয় উদ্ধার

ঢাকা থেকে হারানো সুবা নওগাঁয় উদ্ধার

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৫

রাজধানী ঢাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, ঢাকা থেকে সুবা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর, নওগাঁর আরজি মধ্যপাড়া এলাকায় সুবার অবস্থান সম্পর্কে তথ্য আসে। এর ভিত্তিতে তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মুমিনের বাবা আটক হলে, তিনি স্বীকার করেন যে সুবা তাদের কাছে রয়েছে। পরে, প্রতিবেশীর বাড়ি থেকে সুবাকে উদ্ধার করে পুলিশ এবং র‌্যাব-৫।

ওসি আরও জানান, সুবা বর্তমানে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানায়, টিকটক মাধ্যমে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের আরও জিজ্ঞাসাবাদে বিষয়টির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।