দিনাজপুরের বিরলে ১৪ বছরের এক বালককে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
থানার মামলার বাদী জানিয়েছেন, গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১ টায় বিরল পৌরসভার অন্তর্গত হুসনা বাজারের রুপালী জুট মিলের পশ্চিম পার্শ্বে এক পুকুর পাড়ে পুকুর পাহারা দেয়ার ঘরের মধ্যে জোরপূর্বক বিরল পৌরসভার জায়নালপাড়া এলাকার ১৪ বছরের এক বালককে বলাৎকার করে। অভিযুক্ত সুমন, বিরল পৌরশহরের হুসনা গ্রামের মৃত দাইমুদ্দিন আহম্মেদের ছেলে, ৩৫ বছর বয়সী।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে অভিযুক্ত সুমনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর নিশ্চিত করে জানিয়েছেন, বালককে বলাৎকারের অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় সুমন (৩৫) কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত