আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে, নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এই আসনে মো. খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন।
তিনি জানান, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৮ সালে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন। তাঁর সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র তাঁকে ২০১৫ সালে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে, রাজনৈতিক ক্যারিয়ার পর্যালোচনা করে খবিরুল ইসলামকে আত্রাই-রাণীনগর আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
বৈঠকে জামাতের জেলা এবং উপজেলা আমীর, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, মো. খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গণিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ২০২২ সালে আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বর্তমানে তিনি অবসরে আছেন।
খবিরুল ইসলাম পরিবারের সবার বড়, তাঁর বৈবাহিক জীবনে ২ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মো. খবিরুল ইসলাম, ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্ত্বাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
মতামত