চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত GBM ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ অভিযানে, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম মাটি কাটার অভিযোগের সত্যতা পেয়ে, ব্রিকফিল্ডের মালিক পক্ষের সদস্য মোহাম্মদ ইসমাইল (৬৪), যিনি দক্ষিণ ঢেমশার মোহাম্মদ ইউনুছের ছেলে, তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করার জন্য তাকে মুচলেকা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।
মতামত