সারাদেশ

নওগাঁয় ইউএনও অফিস থেকে দরপত্র ছিনতাই

নওগাঁয় ইউএনও অফিস থেকে দরপত্র ছিনতাই

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:০৯

নওগাঁর সদর উপজেলা পরিষদের ইউএনও অফিসে গত ২ ফেব্রুয়ারি এক দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

অভিযোগ, দুর্বৃত্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে কাঠের বাক্স ভেঙে জলমহাল ইজারা প্রদানের দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ইউএনও অফিসের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন জানান, দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আবেদনগুলো অনলাইনে জমা রয়েছে, তাই কার্যক্রম অব্যাহত থাকবে।

মামলার এজাহারে দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে শাহজাহান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পুলিশ জানায়, দরপত্রগুলো উদ্ধার করার কাজ চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।