সারাদেশ

বিরামপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহত

বিরামপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৩২

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই ট্রাকের চালক মাহাবুব হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী আরিফুল ইসলাম (২০)। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি রেললাইন অতিক্রম করতে গেলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান এবং তার সহকারী গুরুতর আহত হন।

এ ঘটনায় গেটকিপার আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

স্থানীয়দের অভিযোগ, গেটকিপার গেট বন্ধ করেননি, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।