সারাদেশ

একশত তিন বছর বয়সেও সংসারের ভার কাঁধে খইমুদ্দিন

একশত তিন বছর বয়সেও সংসারের ভার কাঁধে খইমুদ্দিন

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৩১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ঘাটিয়াল পুকুর পাড়ে শতবর্ষী বৃদ্ধ খইমুদ্দিন (১০৩) জীবনযুদ্ধে এখনো সংগ্রাম করে যাচ্ছেন। 

অভাব-অনটনের কারণে স্ত্রী মালেকা (৭০) কে নিয়েই তার সংসার জীবন চলছে। ১৪ সন্তানের জনক হলেও তার দেখভালের জন্য কেউ নেই।

খইমুদ্দিন জানান, তার বড় সন্তান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে দুই সন্তান তার কাছেই আছে, কিন্তু তাদের মায়েরা ছেড়ে চলে গেছেন। অন্য সন্তানরা মাঝে মধ্যে খোঁজ নিলেও আর্থিকভাবে সাহায্য করতে পারছেন না। তাই এই বয়সেও সংসারের খরচ চালাতে ভাঙারি দোকান চালাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমি ও আমার স্ত্রী প্রতিদিন ভোরে উঠে দোকানের পসরা সাজাই। যা আয় হয়, তা দিয়েই দিন চলে। কিন্তু আয় না হলে উপোস থাকতে হয়। জায়গা-জমি নেই, ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করি। ৩০ বছর ধরে এভাবেই জীবনযুদ্ধে লড়ছি, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ায়নি।

শতবর্ষী এই বৃদ্ধ ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হয়।