বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করতে হবে। এটি মর্যাদার লড়াই। যদি আমরা বিজয়ী হতে পারি, তাহলে আল্লাহ বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ উপহার দেবেন। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম চলবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সুবর্ণচরে এক গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সেদিন কিছু মানুষ রূপী পশু ভয়াবহ অপরাধ করেছিল। দেশ তখন জাহান্নামে পরিণত হয়েছিল। কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এমন নির্মম ঘটনার নজির বাংলাদেশে কমই আছে।
তিনি আরও বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন বেপরোয়া হয়ে ওঠে। যারা অন্যায় করেছে, তারা পশুর চেয়েও খারাপ আচরণ করেছে। মানুষের বিবেকের আদালতই পৃথিবীর সর্বোচ্চ আদালত।
ক্ষমতায় গেলে কোনো ধরনের জুলুম-নির্যাতন করা হবে না বলে আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গিয়ে কারও ওপর লাঠি ঘোরাবো না, ক্ষমতার গরম দেখাবো না। আল্লাহর ভয়ে ও ভালোবাসা থেকে আমরা মানুষের পাশে থাকব। যেখানে মজলুম থাকবে, সেখানে আমরা বাজপাখির মতো হাজির হব।
পথসভায় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি জামাল উল্লাহ মুকুল, চর জুবলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতামত