অপরাধ

শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:১৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরীতে ভারত থেকে প্রবাহিত খরস্রোতা সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালিজুরী বাজার সংলগ্ন তিনটি স্থানে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে একটি চক্র সোমেশ্বরী নদীর রাঙাজান, বালিজুরী ও খাড়ামোড়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে রাতদিন বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, অবৈধভাবে কাউকেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।