ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পৃথক অভিযানে মাদক, অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
থানার এসআই মাসুদ জামালী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান রাকিবকে (পিতা- হাবিবুর রহমান) দিঘারকান্দা বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, এসআই ফিরোজ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক মামলার আসামি মো. গোলাম রব্বানী ও মো. মিলন হোসেনকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এছাড়া, এসআই খলিলুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক তানভীর মোহাম্মদ জয়কে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা থেকে এবং এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে মো. সোহাগ মিয়া ও মো. সোহেল মিয়াকে চুরখাই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসআই ফিরোজ আলী, এএসআই কামরুল হাসানের নেতৃত্বে চালানো আরও এক অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইয়াজ উদ্দিন ও মো. রফিক মিয়াকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে।
মতামত