কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে নিখোঁজের একদিন পর লালমাই পাহাড় থেকে ৯ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটি দিনমজুর মো. জসিম মিয়ার দ্বিতীয় সন্তান রিপাত হোসেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এলাকায় মাইকিং করেন। পরদিন (২ ফেব্রুয়ারি) বরুড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
রবিবার বিকেলে স্থানীয়রা খবর পান, এক বৃদ্ধ একজন শিশুকে নিয়ে পাহাড়ের দিকে গেছেন। এ তথ্যের ভিত্তিতে রাতে এলাকাবাসী সিদ্ধান্ত নেন সকালে পাহাড়ে খোঁজ করবেন। সোমবার সকালে স্থানীয়রা লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় খোঁজ শুরু করেন। এক পর্যায়ে পাহাড়ের চূড়ার পশ্চিম পাশে বাঁশঝাড়ে উলঙ্গ অবস্থায় গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
স্বজনদের ধারণা, তাদের গ্রামে থাকা এক বৃদ্ধ প্রায়ই রিপাতকে টাকা দিতেন এবং দোকান থেকে খাবার কিনে দিতেন। দুদিন ধরে সেই বৃদ্ধকেও এলাকায় দেখা যাচ্ছে না। তাদের সন্দেহ, তিনিই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।
চিকিৎসার জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মতামত