শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্বে এগিয়ে আমাদের মুক্তাঞ্চল-রৌমারী এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুরের কারমাইকেল কলেজের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে রৌমারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, রংপুর (আরএসএআর) এর মিলনমেলা ও নবীন বরণ ২০২৫।
এতে রংপুরে আগত নবীন শিক্ষার্থীদের বরণ ও সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোঃ রায়হান কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন একই বিশ্ববিদ্যালয়ের সেশনের আল ইমরান আশিক।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির উদ্দেশ্য হলো রংপুরস্থ রৌমারী উপজেলার শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন পেশার মানুষের মাঝে সংযোগ স্থাপন।
মতামত