চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে SBL ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও কৃষিজমির মাটি কাটার প্রবণতা অব্যাহত থাকায় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কেরানিহাট পাটানিপুল, রসুলাবাদ, ও কালিয়াইশ এলাকায় অবস্থিত SBL ব্রিকফিল্ডে কৃষিজমির মাটি কাটতে দেখা যায়। এ সময় এস্কেভেটর দিয়ে মাটি কাটার কাজে জড়িত থাকার অভিযোগে বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়ার মৃত ইমাম হোসেনের ছেলে মোঃ শেফায়েত হোসেন (২১) কে হাতেনাতে আটক করা হয়।
আটক শেফায়েত হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একইসঙ্গে, ভবিষ্যতে এমন কার্যক্রমে লিপ্ত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম নেতৃত্ব দেন। তাঁকে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মতামত