সারাদেশ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৪০ আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:৪৬

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী রহমত আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রহমত আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বেড়িবারি গ্রামের বাসিন্দা ছিলেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রহমত আলী সোমবার সকালে ঢাকার ইজতেমা ময়দান থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। যখন তিনি সদানন্দপুর রেলস্টেশনের কাছে পৌঁছান, তখন তিনি ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।