সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক স্কুলছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন, বিয়ের দাবিতে।
রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে এ ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের মো. হাশেম আকন্দের ছেলে মো. রিপন আকন্দ (২৫) ও কাজিপুরা গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মধ্যে দুই বছর ধরে প্রেম চলছিল। এই সময়ে তাদের শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। প্রেমিক রিপন আকন্দ স্কুলছাত্রীকে বিয়ে করার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। কিন্তু এক পর্যায়ে, রিপনের মা ডাকার পর সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর থেকে রিপন আকন্দ পলাতক রয়েছেন।
ওই স্কুলছাত্রী জানিয়েছেন, আমি দুই বছর ধরে রিপন আকন্দের সঙ্গে প্রেম করছি। সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমি বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকব।
রিপনের মা বলেন, মেয়েটি গতকাল থেকে আমাদের বাড়িতে অবস্থান করছে। আমার ছেলে গতকাল বিকাল থেকে কোথায় আছে, আমি জানি না। ছেলের বাবা ঢাকায় কাজ করেন, তবে তিনি আসলে মেয়েটিকে বউ হিসেবে মেনে নিবেন।
প্রেমিকের খালাতো ভাই মো. আনোয়ার হোসেন বলেন, মেয়েটি সরাসরি বাড়িতে এসেছে। তাকে বলেছি, এভাবে আসা ঠিক হয়নি। রিপন আকন্দের সাথে এখনও আমার কোনও যোগাযোগ হয়নি।
এদিকে, স্থানীয় ইউপি সদস্য ফরহাদুল হক হ্যাপি জানিয়েছেন, গত রাত ১ টায় স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে ছেলের ঘরে তুলে দিয়ে এসেছি। মেয়েটির জীবনের দাম রয়েছে এবং আমরা সামাজিকভাবে একটি সুষ্ঠু সমাধান করব।
মতামত