সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে যাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে যাত্রী নিহত

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:২৬ আপডেট : ৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:৪৩

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা উল্লাপাড়া উপজেলার দাদপুর বালশা বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে রাজশাহীগামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা (মেট্রো ব-১৫-১৪৮২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী সেলিম রেজা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।