সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের আট বছর পার হলেও বিচার এখনো শুরু হয়নি।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। গুরুতর আহত অবস্থায় ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ তাঁর স্বজন ও সহকর্মীরা।
শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুসহ ৪০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন তাঁর স্ত্রী নূরন্নাহার। এরপর ২০১৭ সালের ২ মে পুলিশ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলাটি শাহজাদপুর আমলি আদালত থেকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। কিন্তু আসামিদের নানা আইনি পদক্ষেপের কারণে অভিযোগ গঠন প্রক্রিয়া বিলম্বিত হয়।
এদিকে, উচ্চ আদালতের আদেশে অধিকাংশ আসামি আগেই জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনপ্রাপ্ত আসামিরা শাহজাদপুর ছেড়ে পালিয়ে গেছে।
শিমুলের স্ত্রী নূরন্নাহার অভিযোগ করে বলেন, সাবেক মেয়র মিরুসহ ৩৮ আসামি এখনো জামিনে রয়েছেন। আমার স্বামী হত্যার বিচার চাওয়ায় উপজেলা চেয়ারম্যান মিরু ও তার অনুসারীরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।তারা পালিয়ে থাকলেও বিভিন্ন কৌশলে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যাতে দ্রুত ন্যায়বিচার পাই।
শাহজাদপুরের সাংবাদিক সমাজও শিমুল হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।
মতামত