সারাদেশ

নোয়াপাড়া বানেশ্বর মহাজনের বাড়ীতে বাণী অর্চনা উদযাপিত

নোয়াপাড়া বানেশ্বর মহাজনের বাড়ীতে বাণী অর্চনা উদযাপিত

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩৫

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া বানেশ্বর মহাজনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাণী অর্চনা ও শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দিরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গত ২ ও ৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কীর্তন, গীতা পাঠ, মায়ের পূজা, ভোগ আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ নাটিকা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিশেষ করে নারী, শিশু ও ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয়েছে।