চট্টগ্রামের সন্দ্বীপে মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডারবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সন্দ্বীপ কেন্দ্রের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সন্দ্বীপের গুপ্তছড়া সড়কে হারামিয়া বে ভিউ গার্ডেনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সন্দ্বীপ উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনলাইনের মাধ্যমে কর্মশালায় যুক্ত ছিলেন বিএনপিএসের পরিচালক শাহনাজ সুমি এবং উপপরিচালক নাসরিন বেগম। এছাড়া প্রশিক্ষণে সরাসরি উপস্থিত থেকে সহযোগিতা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন, উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগম, প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন এবং রাশেদা বেগম।
প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডারবান্ধব পরিবেশ তৈরির কৌশল, শিক্ষার্থীদের মধ্যে সমতার ধারণা সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একটি সমতাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গসমতার নীতিমালা বাস্তবায়ন, শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
মতামত