কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন নয়ন কুমার সাহা।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায়, উপজেলা প্রেসক্লাব এবং উলিপুর প্রেসক্লাব এর সকল সাংবাদিক নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন।
নয়ন কুমার সাহা শনিবার (০১ ফেব্রুয়ারি) উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩৬ তম বিসিএস ক্যাডারে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গাইবান্ধা জেলার সদর উপজেলায় জন্ম নেয়া এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলা এর ভূমি কর্মকর্তা হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেছেন।
এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় নয়ন কুমার সাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব এবং উলিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক।
সাক্ষাৎকালে, অলিপুর পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকদের সাথে একত্রিত হয়ে বলেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব, পৌরসভার দায়িত্বরত হওয়ার কারণে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো।
মতামত