সারাদেশ

লংগদুতে তারুণ্যে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুদান বিতরণ

লংগদুতে তারুণ্যে উৎসব উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুদান বিতরণ

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:০৫

রাঙামাটির লংগদু উপজেলায় ‘তারুণ্যে উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণ, এবং পারিবারিক কার্যক্রমে নারী ও পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ববন্টন নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কমিটির উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লংগদু থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা।

উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ অনুষ্ঠানে বলেন, যুব সমাজই ভবিষ্যতের পথপ্রদর্শক। তরুণ সমাজকে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, তারুণ্যে উৎসব ২০২৫ তরুণ ও যুব সমাজের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি বিকাশ করবে, এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অনুদান প্রদান করা হয়।