সারাদেশ

খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময় সভা

খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময় সভা

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৫৭

খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায়, বিশেষত জেলা সদর, মাটিরাঙ্গা, দীঘিনালা, রামগড়, মহালছড়ি ও লক্ষীছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটার কাজ চলছে। এই অবৈধ কর্মকাণ্ডের ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তাই বক্তারা পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং নিয়মিত মামলা দায়েরের দাবি জানান।

এছাড়া, বক্তারা শুষ্ক মৌসুমে পাহাড় কাটা বন্ধের পাশাপাশি সবুজ বনভূমি ধ্বংস ও অবাধে শিকারি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

তারা বলেন, মায়া হরিণ, ধনেশসহ বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্তির পথে, এবং এর জন্য বনখেকোদের দৌরাত্ম্য এবং অবাধ কাঠ পোড়ানোর কারণে এই বিপর্যয় ঘটছে। জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগকে আরও কার্যকর অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সকল প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশবাদী, গণমাধ্যমকর্মী ও সচেতন ব্যক্তিবর্গ।