ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়ায় অবস্থিত ‘বুকম্যান স্টুডেন্টস কেয়ার’ কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বুকম্যান শিক্ষা পরিবার মেধাবৃত্তি ২০২৪’-এ বৃত্তিপ্রাপ্তদের সার্টিফিকেট, ক্রেস্টসহ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোচিং সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর এবং বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এমিলি খাতুন।
এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আয়নাল হোসেন, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ফিরোজ সাগর, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালেহা খাতুন, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবলী রহমান, মোল্লা এগ্রো সাইন্সের ডিরেক্টর এডভোকেট মুস্তাফিজুর রহমান, এবং বুকম্যান স্টুডেন্টস কেয়ার এর পরিচালক নাঈমুর রহমান লাবন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা পরীক্ষার পদ্ধতি, পরিবেশ এবং মানসম্মত প্রশ্নে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধারাকে অব্যাহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
বুকম্যান স্টুডেন্টস কেয়ারের পরিচালক নাঈমুর রহমান জানান, নতুন শিক্ষাপদ্ধতির প্রণয়ন, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি এবং পরীক্ষার পদ্ধতির পরিবর্তনের ফলে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছিল না। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলকভাবে গড়ে তুলতে এবং তাদের অন্যান্য জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে অবিভাবকদের সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষার প্রথম শিফট অনুষ্ঠিত হয়। এতে দেড়শ শিক্ষার্থী অংশ নেয়। পরবর্তী শিফটগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
মতামত