অপরাধ

ময়মনসিংহে অবৈধ ভারতীয় কম্বলসহ ২ জন আটক

ময়মনসিংহে অবৈধ ভারতীয় কম্বলসহ ২ জন আটক

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৪:৪৮

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দীঘারকান্দা এলাকায় র‍্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বলসহ ২ জনকে আটক করা হয়েছে। 

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সিপিএসসি একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দীঘারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আকিজ গ্যাস স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে, একটি কাভার্ড ভ্যানে ৬৩১ পিচ অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩১,৫৫,০০০ টাকা। এ সময় কাভার্ড ভ্যানে থাকা ২ জন চোরাকারবারি, রায়হান আলম (২৮), পিতা-শফিক সরকার, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আইটহাদি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-আঃ বাতেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকার বাসিন্দাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কম্বল বাংলাদেশে এনে চোরাই পথে বিক্রির জন্য মজুদ করছিল। র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।