ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জ্ঞানের অন্বেষণে বিদ্যাদেবী মা সরস্বতী'র আরাধনায় যথাযথ ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে স্বরসতী পূজা উদযাপিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০ টায় পুষ্পাঞ্জলির মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সারাদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই পবিত্র পূজার আয়োজন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. গনেশ চন্দ্র শাহা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ হিন্দু ধর্মের শিক্ষার্থীরা।
পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দেব বসু বলেন, বিদ্যাদেবী মা সরস্বতী পূজার প্রধান দায়িত্ব পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। মা সরস্বতী আমাদের জ্ঞান বৃদ্ধি করবেন এবং আমাদের হৃদয়ের সকল চাওয়া-পাওয়া পূর্ণ করবেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাদের উৎসাহ দিয়েছেন এবং পূজার সকল কাজে সহযোগিতা করেছেন।
পূজার আনুষ্ঠানিকতা শেষে দুপুরে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সন্ধ্যা ৬ টায় আরতির মাধ্যমে পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
প্রসঙ্গত, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রতিষ্ঠালগ্ন থেকে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকল ধর্মের শিক্ষার্থীদের সহ-অবস্থান নিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বাড্ডা সাঁতারকুল এলাকার বাসিন্দারাও আনন্দে এই পবিত্র ধর্মোৎসব উপভোগ করেছেন।
মতামত