খাগড়াছড়ির মানিকছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত মো: মোস্তাফিজুর রহমান (২৯) নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মো. মোস্তাফিজুর রহমান মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম কারিগরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি, মামলার নং-০২, ২০১৯; জি আর নং-২৯/১৯ অনুযায়ী, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল, এবং তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারা ৯(১) অনুযায়ী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২,০০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসআই (নিঃ) সুমন কান্তি দে ও এসআই (নি:) তানভীর আহমেদ সঙ্গীয় অফিসারদের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযানে গিয়ে তাকে গ্রেফতার করেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
মতামত