সারাদেশ

ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজিবপুরে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

ফেসবুক স্ট্যাটাস নিয়ে রাজিবপুরে বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:২৩

কুড়িগ্রামের রাজিবপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজিবপুর বাজারের মেইন গলিতে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন, যার মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—টাঙ্গালিয়া পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে ইয়াকুব আলী (৩২), কাচারি পাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে হারুন অর রসিদ (১৮), একই গ্রামের মৃত শাহার আলীর ছেলে শরিফুদ্দিন (৪০), সাংবাদিক সুজন মাহমুদ (২৪) এবং আরও একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির নতুন কমিটিতে অধ্যাপক মোখলেছুর রহমানের নাম না থাকায় এক পক্ষ সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এই পোস্টকে কেন্দ্র করেই প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ এ বিষয়ে বলেন, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, এটি তুচ্ছ ঘটনা থেকে সৃষ্টি হয়েছে। 

তবে সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছু জানি না। বর্তমানে জেলা বিএনপি কমিটির সঙ্গে ঢাকায় আছি। কেউ যদি আমার নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে, তাহলে আমি ফিরে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. হাসিব জানান, সংঘর্ষের ঘটনায় পাঁচজন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ইয়াকুব আলী গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজিবপুর থানার ওসি মো. তসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।