এক সময় গ্রামবাংলার প্রধান বাহন ছিল গরু-মহিষের গাড়ি। মালামাল পরিবহন থেকে শুরু করে বরযাত্রীর বাহন হিসেবে এই যান ব্যবহৃত হতো। তবে আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রায় আর যান্ত্রিক যানবাহনের কারণে এটি এখন প্রায় বিলুপ্তির পথে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৭৫ বছর বয়সী আব্দুর রহমান, আগে মানুষ দূর-দূরান্তে যাওয়ার জন্য গরুর গাড়িই ব্যবহার করতো। জমি চাষ, ফসল পরিবহন, এমনকি বিয়ে-শাদির ক্ষেত্রেও এটি ছিল অপরিহার্য। কিন্তু বর্তমানে পাকা রাস্তা ও মোটরযানের সহজলভ্যতা গরু-মহিষের গাড়ির ব্যবহার প্রায় শূন্যে নামিয়ে এনেছে।
এখন মালামাল পরিবহনে ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমনের ব্যবহার বেড়েছে। যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, অটোরিকশা ইত্যাদি। ফলে পরিবেশবান্ধব হলেও গরু-মহিষের গাড়ি বিলুপ্তির পথে।
এই ঐতিহ্যবাহী বাহনটিতে কোনো জ্বালানি খরচ নেই, শব্দদূষণ নেই, এবং দুর্ঘটনার আশঙ্কাও কম। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় নতুন প্রজন্ম এ যান সম্পর্কে খুব একটা জানেও না।
মতামত