সারাদেশ

বীরগঞ্জে সরস্বতী পূজায় উৎসবের আমেজ

বীরগঞ্জে সরস্বতী পূজায় উৎসবের আমেজ

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:১৯

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা সোমবার (৩ ফেব্রুয়ারি) উদযাপিত হবে। দেবী সরস্বতী বিদ্যার দেবী হিসেবে পূজিত হন, বিশেষ করে শিক্ষার্থীরা তার আরাধনা করে জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য।

শাস্ত্র অনুযায়ী, মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়, যা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এ উপলক্ষে বীরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হিন্দু অধ্যুষিত পাড়া-মহল্লা, মন্দির এবং সার্বজনীন পূজামণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।

সরস্বতী পূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপাড়া গ্রামের মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন রং-তুলির কাজ চলছে। তবে প্রতিমা বিক্রির হার কমে যাওয়ায় হতাশ মৃৎশিল্পীরা।

স্থানীয় মৃৎশিল্পী সাগর পাল জানান, এবছর পূজার আয়োজন কম থাকায় প্রতিমার চাহিদাও তুলনামূলক কম। সাধারণত ৪০ থেকে ৫০টি প্রতিমা বিক্রি হলেও এবার এখনো ৩০টি বিক্রি হয়েছে। প্রতিমার আকারভেদে দাম ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। বড় প্রতিমার তুলনায় ছোট প্রতিমার চাহিদা বেশি ছিল বলেও জানান তিনি।

এদিকে, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, পঞ্চমী তিথি ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৩ মিনিটে শেষ হবে। মাহেন্দ্রযোগ দুপুর ১২টা ৫৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যেই পূজা ও পুষ্পাঞ্জলি সম্পন্ন করতে হবে।