দীর্ঘ জল্পনা-কল্পনার পর আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কাঙ্খিত এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির তালিকা অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ বিএনপি নেতা জননেতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া আহ্বায়ক (পটিয়া), জননেতা মুহাম্মদ আলী আব্বাস (কর্ণফুলী) সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জননেতা মুহাম্মদ লিয়াকত আলী (বাশঁখালী) যুগ্ম আহ্বায়ক, তরুণ রাজনীতিবিদ মোঃ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাশঁখালী) যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা লায়ন মুহাম্মদ হেলাল উদ্দীন (আনোয়ারা) সদস্য সচিব হিসেবে এই আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
এদিকে, আজ দুপুরে এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরপরই চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা—পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ, বাশঁখালী, সাতকানিয়া, লোহাগড়া, কর্ণফুলী, পটিয়া পৌরসভাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এমনকি পাড়া মহল্লায় নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং চোখে পড়ার মতো আনন্দ-উল্লাস দেখা যায়।
মতামত