সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার রামারচর এলাকায় র্যাব-১২ এর অভিযানে ৯২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ২টা ১৫ মিনিটের দিকে রয়েল রুপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এই অভিযান চালানো হয়। র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মোঃ উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-১২ এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়ার দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার সহযোগিতায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য হেরোইন সরবরাহ করছিল। তারা লোকচক্ষুর আড়ালে এই ব্যবসা পরিচালনা করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
মতামত